কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আজিজ (৭৫) গত রবিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। মৃতকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। সোমবার জোহরবাদ কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের মাঠে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেখ আব্দুল আজিজের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply