
কালের খবরঃ
কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা পূর্বপাড়ার বরইভিটায় জলধর স্মৃতি মহাশ্মশান ও বঙ্গলক্ষী কালীমন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে মহাশ্মশানের উদ্বোধন করেন জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক।এসময় মন্দিরের দ্বার উন্মোচন করেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালা। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কাশিয়ানী উপজেলার পরিষদ চেয়ারম্যান ও শ্রী শ্রী হারিচাঁদ ঠাকুরের উত্তরসূরি মতুয়াচার্য সুব্রত ঠাকুর।

এ উপলক্ষে শ্মশান প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় সভাপতিত্ব করেন সিংগা ইউনিয়নের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জলধর মহাশ্মশানের প্রতিষ্ঠাতা ও অনুভব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র বিশ্বাস (সিএ), বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ (অবঃ) জীবনানন্দ কীর্তনীয়া, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, অনুভব বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অতুল কৃষ্ণ মন্ডল, অনুভব বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ফনি ভূষণ রায়, অনুভব বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য শচীন্দ্রনাথ বাড়ৈ,প্রশিকার উপ-পরিচালক গৌরাঙ্গ লাল মল্লিক, মাইনোরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) ভগবতী সরকার, শাহপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাধি প্রমূখ বক্তব্য রাথেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন পরেশ চন্দ্র বিশ্বাস।এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, অনুভব, ঢাকার শ্রী শ্রী হরিমন্দির ও কর্ম কমিশনের পক্ষ থেকে সাতপাড়ে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি স্তম্ভে পুষষ্পমাল্য অর্পণ করেন নেত্রীবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION