কালের খবরঃ
গোপালগঞ্জে নারী শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ রোধ ও তথ্যআপা প্রকল্পের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইউনাইটেড একাডেমি খালিয়া স্কুল চত্বরে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাব হোসেন মূল বক্তব্য উপস্থাপন করেন।
উঠান বৈঠকে গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিনথিয়া ইসলাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এফ.এম মারুফ রেজা, ইউনাইটেড একাডেমি খালিয়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প (২য় পর্যায়) আয়োজিত উঠান বৈঠকে ওই স্কুলের একশত ছাত্রী অংশ নেয়।
তথ্যসেবা কর্মকর্তা রিনথিয়া ইসলাম বলেন, হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়িত হচ্ছে৷ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। আমরা বিনামূল্যে তথ্য কেন্দ্র, ডোর টু ডোর পদ্ধতি ও উঠান বৈঠকের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply