
কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐ বিদ্যালয়ের ২৫ জন মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি ও ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক বিতরণ করা হয়।
সাইফুল হক ও জেবুন্নেছা হকের পৃষ্ঠপোষকতায় হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন মেধাবী ছাত্রীকে ৩ হাজার ৬শ” টাকা করে বার্ষিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শ্রেনীর ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন মিয়া।
স্থানীয় মুরব্বি টি.জি মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হক পরিবারের সদস্য এসএম মফিজুল হক মিন্টু, বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকূল চন্দ্র মন্ডল সহ আরো অনেকে।
হক পরিবারের সদস্য এস এম মফিজুল হক মিন্টু বলেন, হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ছাত্রীদের যে টাকা দেয়া হচ্ছে এটা কোন করুনা নয়। এটা উপহার, কারন এতে অন্যান্য ছাত্রীরা ভালো পড়াশোনা করতে উৎসাহ পাবে। আর এ বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন অনেকে বিদ্যালয়ের পোশাক কিনতে পারে না, তাই তাদের পোশাক বিতরণ করা হয়েছে। হক ফাউন্ডেশন প্রতি বছর এমন কাজ করে থাকবে বলে ঘোষণা দেয়। আর আগামীতেও করবে।
Design & Developed By: JM IT SOLUTION