কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সোনাকুড় নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে খুলনাগামী মাছের খালি কন্টেইনার ভর্তি একটি পিকআপ এর সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি থ্রি হুইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অপর একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পিকআপটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মোটর সাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার অপর একটি ইজিবাইকের উপর গিয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী সৈয়দ ব্যাপারী (৩৫) ঘটনাস্থলে মারা যায়। আর চাপা পড়ে মোটর সাইকেল আরোহী সদও উপজেলার সুকতাইল গ্রামের ফরহাদ শেখ (৩৮) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, এদিন বিকাল চারটায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের শহরতলীর সোনাকুড় এলাকায় রাস্তা পারাপারের সময় রুবিয়া বেগম (৫৫) নামে নারীকে একটি দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের লাশ আইনী প্রকৃয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply