কালের খবরঃ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এ শোক র্যালীর আয়োজন করে।
রবিবার (২১ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার নেতৃত্বে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধরন সম্পাদক মোল্যা রনি হোসেন কালুসহ জেলা ও ৫ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক ও যুবলীগসহ পাঁচ সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন। এর আগে জেলার ৫ উপজেলা ও ইউনিয়ন থেকে ছাত্রলীগের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এসে জড়ো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply