
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা পান্নু শিকদারের ছেলে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী শিশুকন্যা রুম্পা আক্তারকে অপহরণের ১৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গত বুধবার ( ৫নভেম্বর) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চর-হোগলা গুনিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৩৩) শিশু রুম্পাকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দুলাল হাওলাদারের সাথে প্রায় ৭/৮ মাস আগে মিটুল শিকদারের পরিচয় হয়। এরপর তারা মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রেখে পারিবারিক সম্পর্ক গড়ে তোলেন। গত ২৮ অক্টোবর দুলাল মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে এসে সেখানে অবস্থান করতে থাকেন। গত বুধবার (৫ নভেম্বর ) সন্ধ্যার দিকে, দুলাল হাওলাদার রুম্পাকে নিয়ে মিটুল শিকদারের বাড়ি থেকে বের হয়ে যান। কিছু সময় পর, রুম্পা ও দুলালকে কোথাও না পেয়ে মিটুল শিকদারের পরিবার খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের কোন সন্ধান পাওয়া না গেলে, মিটুল শিকদার অপহরণের সন্দেহে দুলাল হাওলাদারের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশের মোবাইল ফোন ট্রাকিং করে ও গোপন তথ্যের ভিত্তিতে, মুকসুদপুর থানার দুই পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল হাকিম ও এসআই অনক কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। এতে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলাতদিয়া থেকে ১৯ মাস বয়সী রুম্পা আক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃত দুলাল হাওলাদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং শিশুটিকে বিচারকের নির্দেশে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল ।
Design & Developed By: JM IT SOLUTION