
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর এবং আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিলের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল, বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০)১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণ করতে গিয়ে সাফায়েত গাজী নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক হন। পরে, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশে হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে। এই ঘটনায় তারা মশাল মিছিলসহ হরতালের সমর্থনও জানায়।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় ১০৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়, যার মধ্যে অজ্ঞাত ৪৫০ জনও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টুঙ্গিপাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরদিন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়, যাতে ৫১ জনের নাম এবং অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
Design & Developed By: JM IT SOLUTION