
কালের খবরঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম। যিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গত ৩ নভেম্বর, সোমবার দলীয় মনোনয়ন পাওয়ার পর, সেলিমুজ্জামান সেলিম তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। তবে, আনন্দ উদযাপন কিংবা মিষ্টি বিতরণের মতো কোনো অনুষ্ঠান করতে তিনি স্থানীয় দলের নেতাদের নিষেধ করেন। গোপালগঞ্জ-১ আসনের বিএনপির নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি তাদেরকে এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সেলিমুজ্জামান সেলিম গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য এবং দেশের জনগণের জন্য অনেক কষ্ট ও ত্যাগ করেছি, এবং আজ আমরা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি নিজেকে এলাকার মানুষের উন্নয়নে সম্পূর্ণরূপে নিবেদিত রাখব।
Design & Developed By: JM IT SOLUTION