
কালের খবরঃ
গোপালগঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জেলার চারজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।‘প্রগতির পথে জীবনের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত১০টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উদীচী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ সময় সম্মানপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

এ সময় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদরে সভাপতি নাজমুল ইসলাম,জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত , সংবর্ধনাপ্রাপ্ত রবীন্দ্রনাথ অধিকারী , শিব শংকর অধিকারী ও নির্পণা বিশ্বাস বক্তব্য রাখেন।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করে উদীচীর দলীয় সংগীতও পরিবেশিত হয়।

বক্তারা বলেন, উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়,এটি বাঙালির মুক্তচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক।আয়োজনে অংশ নিতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভিড় করেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। নাচ ও গানে মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।
Design & Developed By: JM IT SOLUTION