কালের খবরঃ
গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা ২-১ গোলে মুকসুদপুর উপজেলাকে পরাজিত করে। আজ শনিবার (১১ অক্টোবর) বিকাল তিনটায় জেলা প্রশাসন আয়োজিত গোপালগগঞ্জ জেলা স্টোডিয়ামে বেলুন উড়িয়ে ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে গোপালগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলা। খেলার নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর উপজেলা ২-১ গোলে মুকসুদপুর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
Design & Developed By: JM IT SOLUTION