কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অফিসার্স ক্লাব টেনিস টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। দ্বিতীয় টেনিস ট্যুর হিসেবে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হামীমুর রহমান বলেন, গোপালগঞ্জ, যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরাসহ ১৩ জেলার ২৩ টি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে । এ টুর্ণামেন্টের খেলাগুলো অফিসার্স ক্লাব ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। আগামী কাল শনিবার এ টুর্ণামেন্ট শেষ হবে।
Design & Developed By: JM IT SOLUTION