কালের খবরঃ
“তারুণ্যের উৎসব” উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল খেলা গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে আয়োজিত এই খেলায় স্বাগতিক গোপালগঞ্জ জেলা দল ১-১ গোলে খুলনা জেলা দলের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোপালগঞ্জ দলের ১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইদুল একটি দারুণ শটে বল জালে জড়ালে দল এগিয়ে যায়। কিন্তু খেলার ৭২ মিনিটে খুলনা দলের ২৭ নম্বর খেলোয়াড় ইউসুফ গোল করে ম্যাচে সমতা ফেরান।
খেলার উদ্বোধন করেন এনডিসি অনিরুদ্ধ দেব রায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা,জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ জেলার ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ভিড় জমায়।
Design & Developed By: JM IT SOLUTION