
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বহুদিন ধরে দখল হয়ে থাকা কুমলিয়া সরকারি খাল অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি “মৎস্য প্রজেক্ট” নামে খালের ওপর বানা ও সেতুর নিচে বালির বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। এর ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। নৌ চলাচল ব্যাহত হয় এবং কৃষি কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁধ কেটে খালটি দখলমুক্ত করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন,খাল দখল হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছিল সাধারণ কৃষক ও মৎস্যজীবীরা। মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহকারীরা দীর্ঘদিন ধরেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, “কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলের খালগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা দখলমুক্ত করার উদ্যোগ নেই। খালগুলো মুক্ত হলে কৃষি ও নৌ চলাচল স্বাভাবিক হবে এবং মৎস্যজীবীরাও আবার জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।”
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে দখলমুক্ত হওয়ার পর খালপাড়ে জড়ো হওয়া এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের দাবি, কেবল কুমলিয়া খাল নয়, উপজেলার অন্যান্য খালও যেন দ্রুত দখলমুক্ত করা হয়।
                                Design & Developed By: JM IT SOLUTION