
কালের খবরঃ
গোপালগঞ্জে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সারের বাফার স্টক গোডাউন হঠাৎ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে তিনি শহরের ঘোনাপাড়ায় ১০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতাসম্পন্ন এ গোডাউনের নির্মাণকাজ ঘুরে দেখেন।পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিসিআইসির টেকেরহাট বাফার গোডাউনের ইনচার্জ মশিউল ইসলাম, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ফকরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সার ডিলার ও কৃষকের সুবিধার্থে দ্রুত এ প্রকল্পের কাজ শেষ করা জরুরি।বিসিআইসির টেকেরহাট বাফার গোডাউনের ইনচার্জ মশিউল ইসলাম জানান, শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে বিসিআইসির এ প্রকল্পটি ২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ঘোনাপাড়ায় ৩.৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।
২০২২ সালের ৩ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ফিনিশিং কাজ শেষে আগামী অর্থবছর থেকে গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলার সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে সার সরবরাহ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩ জেলার কৃষক, সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।
                                Design & Developed By: JM IT SOLUTION