কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১হাজার ৯০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আজ মঙ্গলবার ( ১৭ জুন) সকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের দোকানী মিরাজ সেখকে ১হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী নেওয়াজের নেতৃত্বে একটি দল।
এছাড়া একই দিনে ফুকরা গ্রাম থেকে সোহাগ সেখ নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।
আসামীদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রক্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতৈর মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply