গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট, ক্লাস রুম ও ল্যাব সংকট সহ নানা সংকট সমাধানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।পরে এক সংবাদ সম্মেলনে তাদের যেসব সমস্যা রয়েছে তা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সমাধানের আহবান জানান।এসব সমস্যা অনতিবিলম্বে সমাধানের ব্যবস্থা না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে জানান।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং সংবাদ সম্মেলনে এসব দাবী করেন। পরে শিক্ষার্থীদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলি তোহা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply