কালের খবরঃ
ভারতে চিকিৎসা করাতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমকে গ্রেপ্তার করায় মুখ খুলেছেন তার বড় ছেলে হাইজু মুনতাকা আজম।
তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য ভারতে চিকিৎসা নেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না, সে শরীরিকভাবে খুবই অসুস্থতার জন্য ভারতে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নেন। সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, অনেকই দেখছি ফেসবুকে পোস্ট করছে জি এম সাহাব উদ্দিন আজম ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক। যদি সে ভারতে পালাতে চাইতো তাহলে কি বৈধ পথে যেতো? সে বৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে দিনে দুপুরে গেছেন। যদি সে পালাতে চাইতো, অনেক জায়গা ছিলো পালানোর, সে কখনো পালাইনি।
আজম পুত্র হাইজু মুনতাকা আজম আরো বলেন, ২০০৭ সালেও একবার হত্যা মামলার আসামী হয়েছিলো। সে অনেক বার জেল খেটেছে। জেল খেটেও সে কখনো পালায়নি। জি এম সাহাব উদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে। তার জন্য দোয়া করবেন। আমার বাবার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাবেন। আমার বাবা যে অসুস্থ তার যদি চিকিৎসা করানো না হয়, তার জবাব আমরা গোপালগঞ্জবাসী দিবো।
এর আগে আজ মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম। আটককৃত জি এম সাহাব উদ্দিন আজম গোপালগঞ্জ জেলা শহরের বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার শিক্ষক মইনদ্দিনের ছেলে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply