বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় নারীসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়েছে। মারাত্মক আহত ৩০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভার্তি ও চিকিতসা দেয়া হচ্ছে।
আজ শনিবার (৭জুন) সন্ধ্যা ৭ টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে আজ শনিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী (৩০) নিহত হন। এ সময় নারীসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়। নিহত আজিজুর রহমান চৌধুরী সিংগাতি গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে।তবে এ ব্যাপারে মোল্লাহাট থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION