কালের ধবরঃ
গোপালগঞ্জে শহরে ডিসি পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার (১জুন) সকালে শহরের যুগশিখা স্কুল সংলগ্ন সড়কের পাশে ডিসি পার্ক গোপালগঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।পরে একটি বকুল গাছের চারা রোপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ পৌরসভা এলজিইডি, সওজ, পাউবো ও জেলা পরিষদের সহায়তায় এই পার্কটি গড়ে তোলা হবে। এখানে থাকবে গোপালগঞ্জের জিআই পন্য হিসেবে স্বীকৃত রসগোল্লা ও ব্রোঞ্জের গহনার আদলে ফোয়ারা, নান্দনিক একটি কাঠের ব্রীজ, শিশুদের খেলার জন্য নানা ধরনের রাইড। পার্কে হাটার জন্য ওয়াকওয়ে, কৃষ্ণচুড়া ও কদম ফুলের গাছ দিয়ে সাজানো হবে এই পার্কটি। শহরের মানুষ তাদের সন্তানদের নিয়ে এখানে এসে বিনোদনের সুবিধা পাবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ পৌরসভার সচিব রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আযহারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) মিজ বাবলী শবনম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
উল্লেখ্য গোপালগঞ্জ পৌর এলাকার এই জায়গাটি সম্প্রতি জেলা প্রশাসন কর্তৃক অবৈধ্য দখল মুক্ত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply