টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বাংলাদেশ শ্রীলংকার মত হবে না। শ্রীলংকার মেগা প্রজেক্ট গুলোর মত বাংলাদেশের মেগা প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে না। পদ্মা সেতুর চালু হওয়ায় সারা দেশের যোগাযোগ ব্যাবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কর্ণফুলি টানেলও বাংলাদেশের অর্থনীতে ভূমিকা রাখবে।মঙ্গলবার ( ৯ আগস্ট)দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন । শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্ম অনুসারে বিশেষ প্রার্থনা করেন এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ প্রায় ৭ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply