কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় শহিদুল ইসলাম চৌধুরী (৩০) নামের এক মেটাল ওয়ার্কশপ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল (১৫ মার্চ) শনিবার কোটালীপাড়া থানা পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই মোঃ সেলিম মাহাবুব বলেন, উপজেলার কুশলা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে প্রতিবেশী শাহা চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী ও ইউসুফ আলী ফকিরের ছেলে শরিফুল ফকির (৩০) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী কুশলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নির্জন এলাকায় একা পেয়ে শহিদুল ও শরিফুল গায়ে হাত দিয়ে টানাহেঁচড়া করে। এসময় ওই মহিলার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসলে শরিফুল ও শহিদুল পালিয়ে যায়।
এসআই সেলিম আরো বলেন, এ ঘটনায় গত ১১ মার্চ ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে শহিদুল চৌধুরী ও শরিফুল ফকিরকে আসামী করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে। এই মামলায় আসামী শহিদুল চোধুরীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামী শরিফুল ফকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply