কালের খবরঃ
গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষের দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।আজ শুক্রবার (১৪ মার্চ) দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসা বাড়ীতে পুজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘন্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বিশেষ করে সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে হলি উৎসব ছিল চোখে পড়ার মত। সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে অাবির ও রং লাগিয়ে দেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অাবির খেলায় মেতে ওঠেন। দোল পূর্ণিমা সনাতন ধর্মের বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুসারীরা এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply