কালের খবরঃ
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে গোপালগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ১১ টার দিকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে হাতে হাত ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেশ বসু বক্তব্য রাখেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনা করা হচ্ছে। আমাদের দাবি মেনে না নেওয়া হয় তবে পরবর্তীতে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালন করা হবে।এছাড়া জেলার ৫টি উপজেলায়ও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে সেবা নিতে আসা মানুষদের ভোগান্তীতে পড়তে হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply