
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী ও ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড মডেল সাভিস সেল কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ঐ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের টুঙ্গিপাড়া মডেল সার্ভেস সেলের ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোঃ হামিম শেখ, শফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি চলে গেছে ও ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম( ফেসবুকে) প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির মডেল সার্ভিস সেল কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানী গ্রাহকদের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানী ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Design & Developed By: JM IT SOLUTION