
কালের খবরঃ
গোপালগঞ্জ ধান গবেষণা ইনষ্টিটিউটে ১০ লক্ষাধিক টাকা চুরি মামলায় আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ৬ লক্ষ ৩০ হাজার টাকা ও চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারী রাতে ধান গবেষণা ইনষ্টিটিউট থেকে ১০ লক্ষ ৮৩ হাজার টাকা চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর গত ৫ জানুয়ারী ধান গবেষণা ইনষ্টিটিউট থেকে সেখানকার মৌসুমী শ্রমিক নাজমুল ওরফে নাজমিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তিমতে গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার রাতে খাগড়াছড়ি থেকে মোঃ হাবিব শেখ ও আতাউর রহমান রাজু নামে আন্তজেলা চোর চক্রের আরো ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION