কালের খবরঃ
গোপালগঞ্জে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জুয়েল বিশ্বাস (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (০২ আগস্ট ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মিলন সাহা এই জরিমানা করেন।জুয়েল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের এয়ার আলী বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা সাংবাদিকদের জানিয়েছেন,সরকারি জায়গা থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের জুয়েল বিশ্বাস। এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানার করা হয়েছে। পাশাপাশি ড্রেজার মেসিনের পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply