কালের খবরঃ
গোপালগঞ্জে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগীতা ও খেলোয়ার বাছাই এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই খেলার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন প্রমূখ।
এসময় সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, ডিআইও-০১ জেলা বিশেষ শাখার মোঃ মনির হোসেন, সাবেক ফুটবলার ক্রীড়াবিধ আব্দুল মান্নান মানি, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম নান্টু, শফিকুর রহমান ডিটোসহ ক্রীড়া সংস্থার খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা খেলায় জেলfর ৫ উপজেলfর ৬০জন খেলোয়ার অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ৫জনকে বাছাই করা হয়। পরবর্তিতে এসব খেলোয়ার ঢাকায় বিভfগীয় টিম গঠনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার।
Design & Developed By: JM IT SOLUTION