কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কাশিয়ানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে চালক পলাশ মোল্লা(৩৬)নিহত হয়েছেন।নিহত চালক কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনিবর রহমান জানান, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর)রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা এলাকা থেকে একটি প্রাইভেট কার মিল্টন বাজার এলাকা দিয়ে মহাসড়কে উঠছিল। মহাসড়কে উঠার আগেই ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির পাশে ডোবায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়।
লোকজন টের পেয়ে দ্রুত প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙ্গে চালককে বের করে।পরে খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মিরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মোঃ শফিউদ্দিন খান ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply