কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নিবার্চন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত ছিল তুলনামূলক অনকে কম। পাটকাটার মৌসুম হওয়ায় ভোটারদের উপস্থিত কম বলে ধারনা করছে স্থানীয়রা। তবে দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।
এ নির্বাচনে মোট ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বিন্দিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৯৩২ জন। ভোট গ্রহন চলে বিকাল ৪টা পযর্ন্ত।প্রসঙ্গত, বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। তাই চেয়ারম্যান পদে শুধু মাত্র ভোট গ্রহন অনুষ্ঠত হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply