কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস(৩০)নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর)সকাল পৌনে ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত কানাই কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
কাশিয়ানী থানার এস,আই তুষার মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর মহাসড়ক থেকে লিংক রোডে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিলে কানাই বিশ্বাস রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।পরে স্থানীয় জনগন ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply