কালের খবরঃ
গোপালগঞ্জে বিপিএল ফুটবলে আজকের খেলায় উত্তর বারিধারা এবং চট্টগ্রাম আবাহনীর মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়েছে।
বুধবার(২০ জুলাই) বিকেল ৪ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই দলের এ খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে মোঃ শাখাওয়াত হোসেন গোল করে চট্রগ্রাম আবাহনীকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। একই দলের আরিফুর রহমান খেলার ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করলে ব্যবধান দাড়ায় ২-০। চট্রগ্রাম আবাহনী খেলায় ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়।
বিরতির পর আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যদিয়ে দুই দলের খেলা চলতে থাকে। ৫০ মিনিটে বারিধারা ক্লাবের পক্ষে ফ্রি কিকে গোল করে ব্যবধান কমান ওজবেকিস্তানের স্ট্রাইকার সাইডাস্টন ফজিলভ (Saiddoston Folilov)। খেলার ৭৮ বারিধারা ক্লাবের আরিফ হোসেন দ্বিতীয় গোল করলে দুই দলের খেলা সমতায় ফেরে। এরপর আর কোনো গোল না হওয়ায় খেলা দুই দুই গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply