কালের খবরঃ
গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণিবিভাগ বিধিমালা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সভা হয়েছে।বুধবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মুরাদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় রিক্রুটিং এজেন্ট, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা,গণামধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply