কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘অগ্রগতির অগ্রযাত্রায় বাপার্ড- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪জুন) সকালে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক বলেন, ২০২২সালের ১২ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দেন। প্রধানমন্ত্রী সেই দিন বলেন, ‘আমরা আগামী ২০৪১সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। তখন আমাদের দেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ’। এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাপার্ড কাজ করে যাচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply