কালের খবরঃ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বুধবার ( ২৯মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃংখলা সংক্রান্ত মাসিক সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ গোলাম কবীর, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনসহ পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখাসহ জেলায় যেসব ফিলিং স্টেশন রয়েছে সেসব স্থানে জনসচেতনতা মূলক ব্যানার ফেস্টু লাগাতে হবে। এবং স্টেশন মালিক বা স্টাফদের বিষয়টি অবহিত করে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার জন্য উদ্বুদ্ধ করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply