কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবেন তিনি। অতিশীঘ্রই আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানেও গোপালগঞ্জের বেকার যু্বক-যুবনারীদের কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে জেলার এক লক্ষ বেকার যুবক-যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন নবনিবর্কাচিত চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল।
তিনি আরো বলেন,নির্বাচনে উপজেলার ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। নির্বাচন হয়ে গেছে এখন এ উপজেলার সবাই আমার জনগন। তাদের জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে। বিপদ আপদে তারা আমাকে স্মরণ করলে আমি তাদের উপকারে এগিয়ে আসবো।
এরআগে, শনিরবার (২৫মে) দুপুরে (২৫মে) কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বিশাল শোডাউন করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সৌধ কমপ্লেক্সে যান। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউজ্জামান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরারুল হক লিটু, জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুর রহমান টুয়েল, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি জামিল সরোয়ার, এস এম নজরুল ইসলাম হীরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কাউন্সিলর শেখ রাশেদ আহমেদ রিকো, সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমীর হামজা সহ গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply