কালের খবরঃ
গত ৮মে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলার মধ্যে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ।এই তিনটি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।সোমবার (২০মে) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম তার কার্যালয়ে প্রথমে কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল শেখ ও গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়াকে শপথবাক্য পাঠন করান।
পরে কোটালীপাড়া উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন বেগম, টুঙ্গিপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব শেখ , মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ও গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান সুশীল কুমার শিপন ও মাহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহারকে শপথবাক্য পাঠ করানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply