কালরে খবরঃ
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত ওছিকুর ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডিসি অফিস ঘেরাও এবং স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (১৯মে)দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়। পরে ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবীতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপির কপি হস্তান্তর করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সবাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে গত ৮মে নির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি গোলাম কবীর, সদর উপজেলা যুবলীগ সভাপতি জায়েদ মাহামুদ বাপ্পী, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা,গোপালগঞ্জ পৌর সভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আল আমিন ইসলাম ,১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, উপজেলা নির্বচনের ১ম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে গত ১৪ মে রাতে প্রতিপক্ষের গুলিতে ওছিকুর ভূঁইয়া নামে এক যুবক নিহত ও ৫জন গুলিবিদ্ধসহ আহত হয়। নিহত ওয়াছিকুর পরাজিত বিএম লিয়াকত আলীর সমর্থক ও কর্মী ছিলেন বলেন দাবী লিয়াকত আলীর। এরপর থেকে নিহতের পক্ষের লোকজন ১৫ মে শহরের চেচানিয়াকান্দিতে ঢাকা- খুলনা মহাসড়ক ও ১৬মে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া বাস স্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে। ওই কর্মসসূচী থেকে গতকাল রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসক অফিস ঘেরও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচীঘোষণা করা হয়।তারই অংশ হিসাবে রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply