কালের খবরঃ
দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভের কামনা করে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জুলাই)সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদগাহে অতিরিক্ত জেলা প্রশাসক, নব নির্বাচিত পৌর মেয়র, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজ আদায় করেন নারীরাও।
এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানান বয়সের মানুষ। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply