টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা বিএম গোলাম কাদের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।শনিবার (১১ মে) ভোররাত ৪ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।পরিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার (১০ মে) রাতে স্ট্রোক জনিত কারণে অসুস্থ্য হলে পরিবারের সদস্যরা তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন সাংবাদিক গোলাম কাদেরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ভোররাত ৪ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। শনিবার বাদ জোহর নামাজের জানাযা শেষে টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।এদিকে দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা বিএম গোলাম কাদেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply