কালের খবরঃ
হাজার হাজার নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।শনিবার (১১ মে) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদার,সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট নিখিল রঞ্জন দত্ত, কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম বাগচী, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাড. বিজন বিশ্বাস, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার কান্তি মধুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার চেয়ারম্যান সমর্থক ভোটার উপস্থিত ছিলেন।
পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কোটালীপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা।এখানে অন্যান্যি প্রার্থী যারা রয়েছেন, যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভোটার তাদের সকলকে নিয়ে একত্রে সমস্ত উন্নয়ন কর্মকান্ড এবং পথ চলতে চাই। এবার কোটালীপাড়ার বাফার্ড এলাকা থেকে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার পর্যন্ত যাতে একটা ফ্লাইওভার নির্মাণ করা যায় তার জন্য ইতোমধ্যে একটি স্টিমেট করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছি।যাতে কোটালীপাড়া আধুনিক ও উন্নত কোটালীপাড়া হয়। কোটালীপাড়া উপজেলায় অনেক রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট হয়েছে।স্কুল ও কলেজের ভবন হয়েছে।প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লাক হয়েছে।কিছু কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন,কে ভোট দিলো আর কে দিলনা সেটা বিবেচ্য বিষয় না। আমি সবাইকে সাথে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করে কোটালীপাড়াকে স্মার্ট উপজেলায় পরিনত করার অঙ্গাকার ব্যক্ত করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply