কালের খবরঃ
শুক্রবার (১০মে ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।এদিন সকাল ৭টায় তিনি ঢাকার সরকারি বাসভবন বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন এবং পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিয় সভা করবেন। প্রধানমন্ত্রী এই সমিতির উপদেষ্টা হিসাবে রয়েছেন। মতবিনিময় শেষে সদস্যদের হাতে ধানকাটার জন্য রিপার মেশিন তুলে দিবেন। এছাড়া তিনি পুষ্টিবাগানের জন্য ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি বিতরন করবেন। এসব তিনি নিজ অর্থায়নে করবেন বলে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ সূত্রে জানাগেছে।এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শণার্থী প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন। দলীয় নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবো।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা অধির আগ্রহ নিয়ে বসে আছেন। কখন প্রধানমন্ত্রী আসবেন আর তাঁকে বরণ করে নিবেন।জেলা আওয়ামীলীগসহ দলের সকল সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেত্রীকে বরণ করতে। আশাকরি এই সফর সুন্দর ও সাফল্যমন্ডিত হবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর আগমন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন আইশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিন বিকেলে তিনি সড়ক পথে আবার ঢাকায় ফিরে যাবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply