কালের খবরঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।এই ধাপে জেলার ৩ উপজেলায় ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে।৩ উপজেলায় ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন ভাইস চেয়ারম্যান পদে ১৭জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন। ২২৭ টি কেন্দ্রে মোট ৫ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৮২ জন, নারী ভোটার ২লক্ষ ৮৭ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply