কালের খবরঃ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ ও প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীতের সাথে মতবিনিয় সভা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাগণ। বৃহস্পতিবার (২মে) সকাল ১০টায় প্রথমে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।পরে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভা। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।
জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা নির্বাচন অফিসার ও গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। অন্যথায় কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারী দেন। সভায় পাঁচ উপজেলার ২০ চেয়ারম্যান, ২৬ ভাইস চেয়ারম্যান ও ২১জন মহিলা ভাইস চেয়ারম্যান, পাঁচ থানার ওসি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় আগামী ৮মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দ্বিতীয় ধাপের নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আগামী ২১মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply