কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বিত্তদের বোমা হামলা বাবা ও ছেলে মারাত্মক আহত হয়েছে।মঙ্গলবার(২৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মারাত্মক আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলো- মাসুদ শেখ(৪৫) ও তার ছেলে শিশু আব্দুল্লাহ শেখ(৪)। মাসুদ শেখ পেশায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাসুদ শেখ মঙ্গলবার রাত ৯টার দিকে ছেলে নিয়ে জেলা শহর থেকে বাড়ি পৌছালে ঘরে ঢোকার আগেই উঠানে দুর্বিত্তরা শক্তিশালী বোমা হামলা চালায়।এতে বাবা-ছেলে দু’জনেই মারাত্মক আহত হয়।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্বিত্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ছাড়া সিআইড ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply