কালের খবরঃ
মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে আসেন গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের মহিন মীনা(৪০)। তিনি বুধবার (১০ এপ্রিল) সকালেই শরিকীয় পুকুরে মাছ ধরতে নেমে বাধার সম্মুখিন হন চাচাতো ভাই নজরুল মীনার কাছে। এই নিয়ে চাচাতো ভাই নজরুল মীনার সাথে শুরু হয় বাকবিতন্ডা। এসময় নজরুলের হাতে থাকা দা এর কোপে প্রাণ দিতে হলো মহিনকে।নিহত মহিন ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন বলে পরিবার সূত্র জানিয়েছেন।নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিচুর রহমান জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে এজমালী পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মহিন মীনার সাথে তার চাচাতো ভাই নজরুল মীনার(৪৫)বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে নজরুল মীনা তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
এসময় নজরুলের পক্ষের অন্যান্যরাও লাঠি দিয়ে পিটায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে । ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply