কালের খবরঃ
গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।রবিবার ( ৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইন্স গ্রীল হাউজে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। পরে তিনি এসব মানুষের সাথে ফটোসেশনে অংশ নেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, পোলাও চাল, , আলু, খেজুর, লবন, চিনি, সেমাই, দুধ ও তেল।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সহকারি পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান, পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মো. মতিয়ার রহমান সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, আমাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভাল মনের মানুষ। উনি সব সময় তৃতীয় লিঙ্গের মানুষকে সাহায্য সহযোগিতা করেন। আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।
তৃতীয় লিঙ্গের ময়ুরী বলেন, কেউ এভাবে আমাদের কথা ভাবেনি। এই স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন। আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের মূল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা এই স্যারের জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাদের মঙ্গল করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। তারা মনে করেন এদেরকে যদি টাচে রাখা যায় তাহলে এরাও এক সময় সম্পদে পরিনত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply