কালের খবরঃ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম কবীরের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর। এসয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আল ইয়াসা রহমান তাপাদার, রন্টি পোদ্দার, সেবগাতুল্যাহ শপথ বৈরাগী , জেলা ক্রিড়া অফিসার মো. মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আলী নাঈম খান জিমি , বিশিষ্ট ক্রিড়াবিদ আব্দুল মানান মানি, ক্রিড়া সংগঠক নজরুল ইসলাম নান্টুসহ ক্রিড়া সংস্থার কর্মকর্তাগণ ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply