কালের খবরঃ
গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক মহেন্দ্র নাথ বিশ্বাস পরলোক গমন করেছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে বার্দ্ধক্যজনিত কারনে শহরের কলেজ রোডের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ বিশ্বাসের পিতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,এক মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে স্থানীয় মানিকদাহ পৌর শ্মশানে তাঁর মরদেহের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সাবেক কর্মস্থল সরকারী বঙ্গবন্ধু কলেজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply