কালের খবরঃ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কোন ধর্মই দূর্নীতি করার জন্য সমর্থন করে না। যত সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র আছে কেউই দূর্নীতিকে সমর্থন দেয় না। তারপরেও দূর্নীতি হচ্ছে। রবিবার (৩ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দূর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছে। দূর্নীতি দমন ও মুক্ত রাখা দরকার। কারন দূর্নীতি থাকলে আমাদের কাঙ্খিত উন্নয়ন পেতে বিলম্ব হবে।
দুদক চেয়ারম্যান আরো বলেন, আমরা প্রতিরোধের কাজটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে দমনের কাজটা সহজ হয়ে যাবে। প্রতিরোধ হলো, আমরা দুর্নীতি না করি, দুর্নীতি যেখানে হবে সেখানে বন্ধ করা, প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে।এর আগে জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় দুদকের পরিচালক মোঃ আক্তার হোসেন, মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply